পূবাইলে গ্রাহকের টাকা নিয়ে প্রয়াস নামে সমবায় সমিতি উধাও
বি এ রায়হান, গাজীপুর। গাজীপুর মহানগরের পূবাইলের তালটিয়া এলকায় গ্রাহকের টাকা নিয়ে সমবায় সমিতির কর্মকর্তারা উধাও হয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার সকালে পূবাইলের তালুটিয়া এলাকার প্রয়াস ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড নামক একটি সমবায় সমিতিতে এ ঘটনা ঘটে। টাকা আত্মসাৎ ঘটনা জানাজানি হলে সমিতিটির সামনে কয়েকশ গ্রাহক অবস্থান নিয়ে বসে থাকেন। এ বছরের জানুয়ারী মাসে কয়েকশ মানুষ ওই সমিতিতে সদস্য হন। সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে টাকা সঞ্চয় করতেন তারা। সহজ শর্তে ঋণ দেবার কথা বলে সদস্য সংগ্রহ করে সমিতিটি। টাকা জমা দেবার প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও সদস্যদের ঋণ দেয়নি প্রতিষ্ঠানটি। তবে রবিবার(২০ জুন) সদস্যদের মাঝে ঋণ বিতরন করা হবে বলে জানিয়েছিলো প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক। শনিবার সকালে সদস্যরা সমিতির অফিসে এসে অফিস কক্ষে তালা বন্ধ দেখতে পায়। পরে ঘটনাটি জানা যানি হয়। ভুক্তোভুগি গ্রাহকরা আরো বলেন, সাড়ে চারশ গ্রাহকের প্রায় ১০ থেকে ১৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি। অনেক সদস্য তাদের জমানো অর্থ হারিয়ে বিপাকে পড়েছেন। সমিতির সদস্য আব্দুল আওয়াল বলেন, ওই সমিতিতে আমার স্ত্রী ৩ লাখ টাকা এফডিআর করেছিলেন। ছয় মাসের লভ্যাংশসহ আমাদের পাওনা ছিল সাড়ে তিন লাখ টাকা। এফডিআরের মেয়াদ পূর্ণ হওয়ার পর আমরা ওই টাকা চাইতে গেলে রবিবার(২০ জুন) টাকা দেবেন বলে জানায় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। কয়েক দিন ধরে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা অফিসে আসছেন না। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মিন্টু সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। জেলা সমবায় অফিসার মোঃ সাদ্দাম হোসেন জানান গ্রাহকদের নিকট থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। এ বিষয়ে অভিযোগ পেয়েছিলাম গত বৃহষ্পতিবার। বিষয়টি তদন্তের জন্য জেলা সমবায় পরিদর্শককে বলা হয়েছে। তারা জেলা সমবায় অফিস থেকে কোন অনুমতি নেন নি। পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মহিদুল ইসলাম বলেন,ঘটনাটি শুনেছি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।